১। তিনি দিনে ও রাতে প্রহরা দিবেন ।
২। অপরাধ দমন ও আবিস্কারকরণে এবং অপরাধী ধরার সহিত সংস্লিষ্ট সকল কাজে তিনি তার সাধ্যমত পুলিশকে সহায়তা করবেন ।
৩। তিনি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সরকারী দায়িত্ব পালনে সহায়তা করবেন ।
৪। অন্য কোন নির্দেশ না থাকলে তিনি প্রতি পনের দিন অন্তর অন্তর তাঁর এলাকার অবস্থা সম্পর্কে সংস্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন ।
৫। ইউনিয়নের খারাপ চরিত্রের লোকদের গতিবিধি লক্ষ্য রাখবেন এবং মাঝে মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত কবরেন ।
৬। ইউনিয়নে আত্ন গোপানকারী কোন ব্যাক্তি ,যার জীবন ধারনের জন্য প্রকাশে কোন আয় নাই বা যে তার নিজের সম্পর্কে সন্তোষজনক কোন বিবরণ দিতে পারে না ,
এমন লোক সম্পর্কে সংগ্রহীত তথ্য তিনি থানার অফিসার ইন চার্জ কে অবহিত করবেন ।
৭। ইউনিয়নের সকল বিবাদ , দাঙ্গা হাঙ্গামা বা মারাত্নক কলহের সৃষ্টি করতে পারে এবং জনগনের শান্তি বিগ্নিত করতে পারে এমন সব তথ্য তিনি থানার
অফিসার-ইন-চার্জকে অবহিত করবেন ।
৮। অফিসিয়াল প্রয়োজনে তিনি যে, কোন স্থানীয় তথ্য সরবরাহ করবেন ।
৯। তিনি ইউনিয়নের কোন বাসিন্দার উপর সমন জারী করবেন ।
১০। তিনি বিভিন্ন সময়ে আইন অনুযায়ী তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস