সভাপতি সাহেব উপস্থিত সদস্য গণকে অবহিত করবেন যে, ২০১০ - ২০১১ ইং অর্থ বৎসরের লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এল, জি, এস, পি) বর্ধিত থোক বরাদ্ধের আওতায় অত্র ইউনিয়নের জন্য ২য় কিস্তি বাবদ সং ০,০০,০০০/- টাকা বরাদ্ধ পাওয়া গিয়াছে। উক্ত বরাদ্ধকৃত অর্থ দ্বারা প্রকল্প প্রসত্মাব চূড়ান্ত ভাবে দাখিল করার জন্য ওয়ার্ড পর্যায়ে সভা করিয়া যে সব প্রকল্প পেশ করা হইয়াছে। ইহা হইতে যাচাই বাছাই অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্ত ভাবে প্রকল্প তালিকা দাখিল করা একামত্ম প্রয়োজন। উক্ত বিষয়ের উপর বিসত্মারিত আলোচনা করার পর উপস্থিত সকল সদস্য গণের সর্ব সম্মতি ক্রমে নিমণক্ত ভাবে প্রকল্প গ্রহণ করার সিন্ধান্ত করা হয় এবং সদয় অনুমোদনের জন্য উপস্থিত সদস্য গণ সভাপতি সাহেবকে অনুরোধ করেন। ০,০০,০০০/-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস